প্রোফাইল
রেডিও যমুনা বাংলাদেশের টাঙ্গাইল থেকে সরাসরি সম্প্রচারিত একটি ২৪ ঘন্টার অনলাইন রেডিও স্টেশন। দিনরাত নানান স্বাদের নানান ঘরানার নতুন-পুরোনো গান শোনানো হয়। ওয়েবসাইটে গান অনুরোধ করার সুযোগ আছে, শ্রোতা নিজের পছন্দের গান বাজানোর জন্যেও আবেদন করতে পারেন। এছাড়া বিনোদন, খেলা, দেশবিদেশের খবর ইত্যাদি নিয়ে অনুষ্ঠান হয়।