
Cricket Radio
Stream
প্রোফাইল
নাম থেকেই স্পষ্ট, ক্রিকেট রেডিও-র বিষয়বস্তু হল শুধু এবং শুধুমাত্র ক্রিকেট। বাংলাদেশ থেকে ইংরেজি ও বাংলা দুই ভাষাতেই সম্প্রচার চলে। দেশবিদেশে নানা ক্রিকেট ম্যাচের খবর, লাইভ আপডেট, ক্রিকেট সংক্রান্ত সাক্ষাৎকার, টক শো, এবং গেম্স্-ও আছে এদের অনুষ্ঠানসূচীতে।