Chirantanee
Stream
প্রোফাইল
চিরন্তনী ভারতের কলকাতা থেকে সম্প্রচারিত একটি ওয়েব রেডিও স্টেশন, রেডিও বঙ্গনেট নেটওয়ার্কের অন্তর্গত। এই চ্যানেল থেকে মূলত পুরাতনী বাংলা গান, অর্থাৎ রজনীকান্ত সেন, অতুলপ্রসাদ, দ্বিজেন্দ্রলাল রায়, প্রমুখের সৃষ্টি করা গান সম্প্রচার করা হয়।