নতুন প্রজন্মের শ্রোতাদের জন্য তারুণ্যে ভরপুর ২৪ ঘন্টার ডিজিটাল রেডিও চ্যানেল রেডিও কার্নিভাল। ২০১৯ সালে গোড়াপত্তনের পর থেকে খুব অল্প সময়ের মধ্যেই জনপ্রিয় হয়ে উঠেছে এই চ্যানেল। বাংলা আধুনিক ও রক গানের বিপুল সম্ভারের পাশাপাশি নানান স্বাদের অনুষ্ঠান নিয়ে এই রেডিও কার্নিভালে আছেন বাংলাদেশের একাধিক জনপ্রিয় আর জে।