
Radio Bhumi
92.8 FM
প্রোফাইল
রেডিও ভূমি বাংলাদেশের অন্যতম জনপ্রিয় রেডিও স্টেশন, ওয়েব মাধ্যম এবং ৯২.৮ এফএম-এ শোনা যায়। চ্যানেলের লক্ষ্য হল বাংলাদেশের নিজস্ব গান, সংস্কৃতি, ও ভাষাকে তুলে ধরা। সেই মত এদের অনুষ্ঠানসূচীতে থাকে নানা ধরণের বিনোদন শো, আড্ডা, দেশবিদেশের বাংলা খবর, খেলার খবর, এবং সাংস্কৃতিক অনুষ্ঠান।