প্রোফাইল
বাংলাদেশ বেতার বাংলাদেশের সরকারের নিজস্ব রেডিও স্টেশন, এবং সম্পূর্ণ সরকার দ্বারা পরিচালিত। সারা দেশেই স্টেশন রয়েছে। সরকারের নানা প্রকল্প, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, প্রযুক্তি, কাজের বাজার, সব নিয়েই থাকে অনুষ্ঠান। প্রতিদিন বাংলা, ইংরেজি, হিন্দি, ও আরবি - এই চার ভাষায় দেশবিদেশের খবর সম্প্রচার হয়। রয়েছে সঙ্গীতের জন্য আলাদা বিভাগ।